অকপটে
লেখক : হাননান আহসান
ওভাবে খুব আলগা কিছু
মন লেগেছে আমের আঁটি
খাতা উড়ছে পাতা উড়ছে
বেয়াদপের মাথায় চাঁটি।
উসকো চুলে গোলাপি বউ
ভাদর মাসে যাত্রা শুনে
আলতা মেখে ঠোঁট ঝুলে যায়
জোছ্না বড় ছিঁচকাঁদুনে।
কোথায় তুমি মান অভিমান
বকনা বাছুর গোয়াল ঘরে
ছিপে এখন ড্রেনড্রাইটের
নিশুত কটি টক্কা টরে।
খেজুরতলায় শিফন শাড়ি
ওম উপভোগ শিউলি ধোয়া
ক্লান্তিতে আজ ঘর্ম ছুঁড়ে
বউমা আনে দুধের পোয়া।
আয়রে আমার অহংকারী
ঝরনা-নদী মেঘমেদুরে
এসরাজে ফের সুর তুফানি
দিকদিগন্ত ঘোড়ার খুরে।