আমি
লেখক : যশোধরা রায়চৌধুরী
বিষ ঢেলে দিয়ে মাথাতে
ওরা চলে যায় কোন দুঃস্থ
তোরা বাকি সব্বাই মাঠে তাই
নেমে ঘাসকে পোড়াস, শুষ্ক
যত জ্বালানির মত জ্বলছে
আজ আমাদের চেনা পৃথিবী
এই কাজ এককের কাজ নয়
এতে অবদান তোরও , এসবই
সব মানুষের কৃত অপমান
ধরে মানুষকে করা। অযথা
আমি আনন্দ আর অভিমান
ভুলে দেখি হতবাক। সহসা
আজ দুব্বোঘাসের আশিসে
তুই সন্দেহ দিস মিশিয়ে
তোর হামলা এবং হত্যায়
আমি নিজেকেই ফেলি বিষিয়ে
তোর হাতে কেন আজ অস্ত্র
তোর নিজের ওপর ভরসা
সেটা কোথায় গিয়েছে হারিয়ে
তুই নিজের শুকনো বর্ষায়
শুধু অন্যকে দুষে পার পাস
আমি জানিনা কখন তৃষ্ণায়
ডুবে হয়েছি নিজেই সরোবর।