অপমানসিরিজ
লেখক : যশোধরা রায়চৌধুরী
গলার ভেতরে লাফ দিয়ে ওঠে ব্যাং
ব্যাং নয় ওটা সবুজ রঙের রাগ
আমি ত ওটাকে জল দিয়ে গিলে নিয়ে
কতদিন ধরে হজম করেছি পাপ
তেতো যে পিত্ত রোজ রোজ ওঠে বিষ
অপমান ঢালে বন্ধু ও পরিচিত
কেননা জীবন ছুঁড়ে দেয় নিশপিশ
অন্ধকারের ভেতরে আমাকে ঠিক
গলার ভেতরে লাফ দিয়ে ওঠে তেতো
কোনদিন আমি মাথায় তুলি নি তাকে
আমি সেই রাগ গিলে নিই, তবু বাঁধে
ঘৃণা অপমান তবু কেন পাকে পাকে।