কবিতা
কবিতা আমরা ভুল করি না
আমরা ভুল করি না
লেখক : রেবা সরকার
এভাবেই জীবন কাটে তুমি'ই বলেছো
হেলে পড়া গাছের ডাল
কেউ এসে কেটে নিয়ে যায়
সেখানে নতুন করে আবার ডালপালা গজায়।
এভাবেই জীবন কাটে তুমি'ই বলেছো
আমার তো কথা বলা শুরু
জীবন যাপনের অংশ
সেখানে চরিত্রের বদল
অনেক ওলটপালট
যেভাবে প্রেম হেরে যায়
সময় দাও সমীহ করো আদর করো
জীবনভর চলে না হারতে হয় আমাদের।
আমরা প্রেম বুঝি বুঝতে বুঝতে
গাছ হয়ে দাঁড়াই
তখন
নিয়তিকে দোষারোপ করি
ভুল আমরা করিনা ভুল হয়ে যায়।