কবিতা

কবিতা প্রাচীর

প্রাচীর

লেখক : সুব্রত চৌধুরী

বার্লিন প্রাচীর ভেঙ্গে গেছে
ভেঙ্গেছে মেরু -তুষার প্রাচীর
‘মিলনে আইসশেলফ’।

অপেক্ষায় আছি
তোমার সংকোচের প্রাচীর
ভেঙ্গে পড়ার,
তাসের ঘরের মতো
পড়বে ভেঙ্গে,
গুনছি প্রতীক্ষার প্রহর।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.