অনুষ্ঠিত হলো চারদিনের চণ্ডীতলা প্রম্পটার এর নাট্য উৎসব
লেখক : ইন্দ্রজিৎ আইচ
সম্প্রতি চন্ডীতলা প্রম্পটারের আয়োজনে চন্ডীতলা বিডিও অফিসের কাছেই বিদ্যাসাগর কমিউনিটি হলে একাদশ তম নাট্য মেলার অনুষ্ঠিত হলো।চলচ্চিত্র অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায়, প্রফেসার ও অভিনেত্রী ড: শক্তি রায় চৌধুরী, পরিবহন দপ্তরের অফিসার ড: সুবীর মুখার্জী, শিক্ষক শঙ্কর তালুকদার প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন। চারদিন ব্যাপী এই নাট্য মেলায় প্রম্পটারের কর্ণধার প্রদীপ রায় বললেন " প্রতি বছরের মতো আমরা এই উৎসবের আয়োজন করে থাকি।
এই নাট্যউৎসবে তেরো টি নাট্য দল অংশগ্রহণ করে।প্রম্পটারের নিজস্ব চারটি প্রযোজনা সুক্ষবিচার, সৎপাত্র, জীবন থেকে নেওয়া ও মুক্তিসূর্য ক্ষুদিরাম মঞ্চস্ত হয় এই নাটক গুলো দর্শকদের নজর কাড়ে।