তোমাকে চাই বইটি আলোচনা
লেখক : অমিতাভ মাইতি
"আলো যবে ভালোবেসে, মালা দেয় আঁধারের গলে, সৃষ্টি তারেই বলে।" একথা রবীন্দ্রনাথের। আর এই কথার মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির তাৎপর্য। মানুষ নির্মাণ করে প্রয়োজনে আর সৃষ্টি করে আনন্দে। স্রষ্টাকে চেনা যায় তাঁর সৃষ্টির মধ্যে। কবি অমিতাভ মাইতি ইতিমধ্যেই তাঁর কবিতার মাধ্যমে বাংলা কবিতার পাঠকের কাছে এক উজ্জ্বল উপস্থিতি ঘটিয়ে ফেলছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কবিতা তাঁর কবি মনের গভীর থেকে গভীরের যে হৃদয় সেটি তুলে আনছে চরম মুন্সীয়ানায়। পরিচিত জগৎ থেকে কবি উপাদান সংগ্রহ করেছেন। সেই উপাদানকে হৃদয়ের জারক রসে জারিত করে কবিতার বাণী নির্মাণ করেছেন অমিতাভ। "তোমাকে চাই" এরকম এক কাব্যগ্রন্থ যা কল্পনা আর বাস্তব মিলে মিশে একাকার হয়ে গেছে। কোনো কোনো কবিতায় দেহাতীত প্রেমের ব্যঞ্জনা ইঙ্গিতময় হয়ে উঠেছে। আর তখনই মনে হয় কবি প্রেমকে মহিমান্বিত করে তোলার জন্য প্রয়াসী হয়েছেন। ফলে Truth is beauty, beauty is truth ভাস্বর হয়ে উঠেছে। একজন লেখক তা তিনি গল্পকার, প্রাবন্ধিক বা কবি যাই হোন না কেন নিজের আগের লেখাটিকে ছাপিয়ে যান যখন তখনই উপলব্ধি হয় তাঁর কলম দক্ষতার নির্দিষ্ট বিন্দুতে থেমে না থেকে প্রবাহমান। এটি যেকোন লেখকের ক্ষেত্রেই গুণমানের শ্রেষ্ঠত্ব। "তোমাকে চাই" কাব্যগ্রন্থে যেখানে কবি একদিকে যেমন একাকীত্বের আড়ালে ফেরারী মনের অন্বেষণ করেছেন তেমনি প্রকৃতির নিসর্গ প্রেক্ষাপটে অন্তরের গহীনে তৃপ্তির পরশ অনুভব করেছেন। প্রতিটি কবিতায় আলাদা তৃপ্তি দেয়, যা পাঠকের কাছে কবির দায় বর্তায়।
কাব্যগ্রন্থ : তোমাকে চাই
কবি : অমিতাভ মাইতি
প্রকাশক : সাহিত্যজগৎ
মূল্য : ১৫০ টাকা