পুস্তক আলোচনা

পুস্তক আলোচনা রহস‍্যময় জাহাজবাড়ি বইটি আলোচনা

রহস‍্যময় জাহাজবাড়ি বইটি আলোচনা

লেখক : বিশ্বজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়

এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হরেক প্রকাশক নামী-অনামী সাহিত‍্যিকদের হরেকরকম বই প্রকাশ করেছেন। এইসব বইগুলির মধ্যে কলেজস্ট্রীট অঞ্চলের এশিয়ান পাবলিকেশন সাহিত‍্যিক বিশ্বজিৎ বন্দ‍্যোপাধায়ের "রহস‍্যময় জাহাজবাড়ি" প্রকাশ করেছেন।

বইটি মূলত টিনএজারদের কাছে তিনশো বছরের উপর প্রাচীন কলকাতা শহরের স্থাপত্য ও ভাস্কর্যের চলমান ইতিহাস বর্ণনার সঙ্গে অত‍্যাধুনিকতার মোড়কে তৈরি নিউটাউনের জীবন্ত ছবি লেখকের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। ভারতবর্ষে বিদেশী শক্তির আগমনের প্রেক্ষাপট ও কলকাতায় বিদেশী বর্গী আক্রমণের গল্প ছাত্রদের মগজ ঝালানোর পক্ষে বেশ।গল্পটি মূলত তিনটি মূল চরিত্র ও কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে কলকাতার দক্ষিণ-পূর্ব শহরতলীর একটি পুরাতন রাজবাড়ির (জাহাজবাড়ি) দুর্বোধ‍্য রোমহর্ষ রহস‍্য উন্মোচন। রাজবাড়ির কেয়ারটেকার বা ম‍্যানেজারের আড়ালে বিখ‍্যাত ইতিহাস গবেষকের পরিচয় পাওয়া যায় গল্পের শেষার্ধে। আর আড়াইশো বছরের উপর বেঁচে থাকা বিরল যক্ষীমাছ কোই হোমাকো, তার আঁশে পর্তুগীজ বর্গী আক্রমণের বীভৎস‍ চলমান ছবির ব‍্যাকফ্লাশ এবং তার নাকের নোলকে পলাশির যুদ্ধে পরাজিত সিরাজের মুকুটের মহামূল‍্যবান নীল পান্না লেখকের চিন্তাশক্তির পরিচায়ক। জাহাজবাড়ির দামী মার্বেল ও অন‍্যান‍্য স্টোনের বর্ণনা লেখকের গভীর পড়াশোনার দিকনির্দেশ করে। গল্পের নায়ক জাতক জাহাজবাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী হলেও এখানে সূত্রধর বা বিবেক। এককথায় অসাধারণ কল্পবিজ্ঞান যা টিনএজার কেন বড়দেরও পড়ার উপযোগী।


পুস্তক : রহস‍্যময় জাহাজবাড়ি
লেখক : বিশ্বজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়
প্রকাশক : এশিয়ান পাবলিকেশন
মূল‍্য : ২০০ টাকা

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.