অনুগল্প

অনুগল্প আয়না

আয়না

লেখক : হাবিবুর রহমান

কতকত দিন পর হঠাৎ দেখা। আমার অনু - সেই অনুটি নেই।ভাবিনি এ জীবনে আর দেখা হবে!

এক আত্মীয়ের মৃত্যু।বারান্দায় বসে। অন্য দিকে মেয়েরা।

হঠাৎ এ পোড়া চোখ একটা মুখে সার্চ লাইটের মতো জ্বলে উঠলো। চোখ ফেরালুম।মন বলছে,মিথ্যা। দুর্বিনীত চোখ আবার পড়ল সেই মুখে।চোখাচোখি হল। ইলেকট্রিক শক খেলাম। কী আশ্চর্য! এ মুখ ভুলি কেমনে!বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মুখ একজনেরই ছিল। সে আমার অনু - অনুপমা।

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে। বেজায় ধনী বাবা জোর করে অনুকে অন্যের সঙ্গে বিয়ে দিলে।আমিও পালিয়ে গেলাম জীবন থেকে।

ডালিমতলায় গেলাম তার ইশারায়।
ছরছরিয়ে কাঁদে অনু, 'তোমারি জয় হলো হরেনদা । অকালে স্বামী হারা।জীবন এতো বিস্বাদ হবে ভাবিনি।'
বিস্ময়ে হতবাক। মন বললে, বয়স তোমার অনুকে কাবু করতে পারেনি, এখনো তার গালে টোল পড়ছে, চুলে সেই সুগন্ধ নাকে আসছে।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.