কবিতা

কবিতা সূর্যোদয় লেগে থাকুক

সূর্যোদয় লেগে থাকুক

লেখক : সমর ভূষণ দে

চাঁদ নেমেছে দিঘির কোলে
সবুজ ঘাসের শিশিরে নামছে ভোর,আহ্লাদে লাল
একদল বক সরল রেখার নকশা টেনে চলেছে পুবের পানে
যশোদা -পৃথিবী পাপড়ি মেলছে ধীরে
জেগে উঠছে ফুল দূরের সৌরভে
মায়ের কোলে বসে শিশুরা পান করছে দুধ
টমিদের কালো গাইটা প্রসব করছে বাচছা
কৌতুক মেশানো দৃষ্টিতে দেখছে শিশুরা
গভীর হৃদয়ে তাকাই ,সুখ মাথা নাড়ে
এসেছি গ্রাম শেষে খোলা হাওয়ায় খুশিতে মন ভরে
দ্বাদশীর ভোর
শব্দহীন গুল্ম লতা গুলো তাকিয়ে দুচোখে
ওদের চোখের ভাষা পড়তে শিখি

চোখের জীবন ফেরে উল্লাসে
দুটো চড়ুই আকাশের মুক্ত নাভি তটে মেতেছে লক্ষ্য চুম্বনে
ওরা ভালোবাসার মতোই সুন্দর
এসো খোলা দিগন্তে আমরা সহবাস করি ওদের সাথে
সূর্যোদয় লেগে থাকুক আমাদের চোখে

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.