কবিতা

কবিতা আশ্রয়

আশ্রয়

লেখক : অপূর্ব পাল

আমার সমস্ত কবিতা দাহ করেছি যেদিন
সেই শূন্য ভূমিতে হল কর্ষণে
যে সীতা উত্থিত, সেতো তুমি

আমি জনক হতে পারিনি প্রিয়তমা
তোমার সাধনায় কখন প্রেমিক থেকে ঋষি ;
আবাদ-উত্থিতা,
এবার অমৃতধারা হও মাটির উপরে ;

আর মাটির নীচে, উইঢিপির নীচে
তোমার নামে আশ্রয় আমার |

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.