নব্বর্ষ সংখ্যা✍
অন্তরাল
লেখক : চন্দ্রানী বর্মণ
আগুন দেখ আপন মনে
জ্বলছে কেমন ভেতর ঘরে
এই জ্বলনে তাপ নেই যে
ইচ্ছে ডানার নিঝুম চরে
রোজ নামচায় সুর বেজে যায়
ঢাক পিটিয়ে নিত্যদিন
সারের গাদায় সঙ সেজে যে
শূন্য ঘরে শক্তিহীন
এভাবেই যে জমিয়ে রাখে
মনখাকি তার মনের বাসর
কেউ জানে না কেউ জানে না
কোথায় পেল মুক্ত দোসর
বুকের ক্ষেতে আল দিয়ে যায়
ছলাৎ ছলাৎ মৌন নদী
সেই নদীতে ডুব দিয়ে সে
বন্ধু হলো একটু যদি
পর্দা জুড়ে শব্দ কথন
প্রেম চলে যায় ভুল ঠিকানায়
চাতক মিছে জলের ধারে
তৃষ্ণা মেটায় অন্যডাঙায়!!!