নববর্ষ সংখ্যা
যন্ত্রণা
লেখক : রাহুল সেনগুপ্ত
শরীর জুড়ে এঁকেছো আলপনা,
তাইতো এখন প্রসব যন্ত্রণা,
জরায়ুতে অকাল রক্তপাত,
অপটু ভ্রূণের মাত্র চারটি মাস।
তুই কিন্তু আহ্লাদে আটখানা,
নতুন বাড়ি - প্রেয়সীকে নিয়ে ওঠা,
আঘাতটা তো বেজেছে বুকে বড়,
তুই সেটা বুঝেও বুঝলি না।
তখন ছিল উজান বেয়ে চলা,
তখন ছিল ঈশাণ মেঘে স্নান,
হঠাৎ যেন থমকে গেল নোঙ্গর,
এখন শুধু কে বা আত্মপর।
শরীর জুড়ে এঁকেছো আলপনা
তুই কিন্তু আহ্লাদে আটখানা
তখন ছিল উজান বেয়ে চলা
ভালবাসি'- সহজ করেই বলা।