দীপাবলি সংখ্যা
ভালবাসার ছোঁয়া
লেখক : বীরেশ চন্দ্র ঘোষ
সময়টা মাঘের প্রথম দিক,
হাড় কাঁপানো শীত।
সকাল থেকে "মেঘের সাথে রোদের খেলা" -
কিছুই ভাল লাগছে না
মনটা অস্থির...
হঠাৎ শরীরে লাগল
ভালবাসার ছোঁয়া!
সমস্ত শরীরে মাখিয়ে নিলাম
সে ভালবাসার স্পর্শ।
বলল, দেরি হল, কত লড়াই করে আসা,
এখন থাকব।
খুশি হলাম সে কথায়।
চাদরটা জড়িয়ে নিয়ে
তার বাকিটুকু লুটে নিতে -
বসলাম, পুবদিকের
খোলা বারান্দায়।