অনুগল্প

অনুগল্প ঘুমের মন্ত্র

ঘুমের মন্ত্র

লেখক : শোভনলাল আধারকার

যখন বাঙ্গালরে পোস্টেড ছিলাম তখন আমাদের পাশের বাড়িতে থাকতেন এক তামিল বৃদ্ধ-বৃদ্ধা।আমাদের দুই ঝুল বারান্দায় দাঁড়ালে হাত বাড়িয়ে হ্যান্ড-শেখ ও করা যেত। স্বামী-স্ত্রীতে কখনো কথা কাটা-কাটি বা ঝগড়া করতে শুনিনি।কেবল রাতের বেলা শোবার আগে মিস্টার গোবিন্দন বারান্দার চেয়ারে বসে চাপা গলায় দু-তিন মিনিট জোরে জোরে কি যেন কোন মন্ত্র-পাঠের মত বলে যেতেন।প্রতি রাত্রেই এই শুনে একদিন কৌতূহল দমন করতে না পেরে পরের দিন সামনের পার্কে প্রাতঃভ্রমণের সময় জিজ্ঞেস করলাম উনি শোবার আগে কোন ঘুমের মন্ত্র-পাঠ করেন? ভদ্রলোক খুব হাসলেন।

আমার পিড়াপীড়িতে শেষে বললেন,“দাদা,আমরা সারাদিন ঝগড়া করি এটা-ওটা নিয়ে।আমি কোন জবাব দিই না-চুপ করে শুনি আর দাঁত-চেপে হাসি। সরস্বতী,মানে আমার স্ত্রী ত কানের যন্ত্র ছাড়া কিছু শুনতে পায় না।রাতে শোবার আগে ও যখন যন্ত্রটা খুলে শুতে যায় তখন আমি বারান্দায় এসে মনের সুখে ওকে বকুনি আর গালাগাল দিয়ে মনকে শান্ত করে শুতে যাই। দারুণ ভালো ঘুম হয়। এটাই আমার ঘুমের মন্ত্র”।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.