অনুগল্প

অনুগল্প বাবুয়ের বাসায় কবিতার বাস

বাবুয়ের বাসায় কবিতার বাস

লেখক : কবিতা সামন্ত

চঞ্চল হাওয়ার মতো যেখান দিয়েই বয়ে যায় শীতলতার পরশ ছুঁয়ে যায়।
স্কুলের স‍্যারেরা অনেকবার বলেছে নামের সঙ্গে তাল মিলিয়ে একটা ছাপ ছেড়ে রাখ।
কখনই তেমন করে ভাবেনি।মুচকি হাসি দিয়ে মুখ নীচু করে নিয়েছে।

হঠাৎ একদিন স্কুলের বাংলার স‍্যার বললেন এবৎসর থেকে সবাইকে স্কুলের ম‍্যাগাজিনে লেখা দিতে হবে মনোনীত হওয়া না হওয়ার কথা তোমাদের ভাববার বিষয় না।
এই যে তুমি,তোমাকেই বলছি নদীর ধারে বসে মাথায় বাবুই পাখির বাসা থেকে কিছু বার কর স্কুলের ম‍্যাগাজিনে নামটা দেখলে ভাললাগবেনা বুঝি?
শুধু বই বগলে করে স্কুলে যাওয়া আর আসা করলেই হবে?

এক ক্লাস ছাত্রছাত্রীদের মাঝে একটা সম্মানে লাগার মতো কথা।
ঘুঙরালো চুল নিয়ে অঙ্কের স‍্যারও অনেক কথা বলেন।
নাম নিয়েও মজা করে কতোবার বলেছেন ওই বাংলার স‍্যার।
নদীর ধারে বাড়ি বলে যখন তখনই বলতেন নদীর হাওয়া খেতে খেতে মাথা থেকে কটা কবিতা বেরিয়েছে?

সেবার নিজের মান বাঁচাতে একটা ইরিং বিড়িং লেখা কবিতা দেওয়া।
ভাবেনি কখনও এমনটা হবে!
স্কুলের ম‍্যাগাজিনের জন‍্য সবার অপেক্ষা নিজের নামটা দেখতে।
মেয়েটি মোটেও ভাবেনি তার লেখাটা সত্যিই ম‍্যাগাজিনের পাতায় জায়গা করে নেবে!

বাংলার স‍্যার ছাত্রদের হাতে ম‍্যাগাজিন দেওয়ার সময় বলছেন আজ এক ছাত্রীর নামটা সফল হলো।
আমরা চাই আগামীতেও এমনটাই হোক।
নদীর হাওয়াই বাবুই পাখির বাসা থেকে এত সুন্দর একটা কবিতা বেড়িয়ে আসবে সত্যিই জানা ছিলোনা।
ক্লাসে কারোর আর বুঝতে বাকি রইলনা কার কথা বলছেন স‍্যার।

সবাই একসাথে কবিতা বলে চেঁচিয়ে উঠলো।

স‍্যার হাততালি দিয়ে মাথায় হাত রেখে বললেন খুব বড় হও অনেক আশীর্বাদ করি।
পরবর্তীকালে তার নামটা কতটা স্বার্থক হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে বতর্মানে তার কলম চলেছে শব্দের পিছনে।
বাবুই পাখির বাসায় আজ নানান শব্দের বাস।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.