ভেজা জোছনা
লেখক : রেবা সরকার
ক্রমশ নিদ্রাহীনতার পরে--
সবুজ বনবাংলোয় কেটেছিল দু রাত্রি।
চোখেমুখে ভেজা ভেজা জোছনার জল চকচকে উন্মাদনা।
সরু সরু আঙুলে কাঙ্খিত চারুপত্র
ধরে বেঁধে রেখেছিল শুভাশিস।
বৃন্দাবনে বাঁশির সুরে -
উথলি রাধিকা বিরহ।
যেমন নতুন করে ভিন্নতার কথা
না বলা কিছু কথা আজীবন থাকে
তবুও তো মাঝেসাঝে চাঁদ ঘরে আসে।
ভেজা ভেজা জোছনার চাঁদ
আহিত হয় সুখ চোখের নিচে বাতাস চলাচলে
কখনো হয় না অনুমান হৃদয় ভাঙ্গন
রক্ত শব্দস্রোতে ভেঙে যায় বুকের পাঁজর
এ হেন প্রতিহিংসায়
ছুঁড়ে দিতে চাই আগুন