কবিতা
কবিতা সংসার ও ইচ্ছেরা
সংসার ও ইচ্ছেরা
লেখক : বিনয় ভড়
ইচ্ছেরা প্রতি মুহুর্তে টুটি চেপে ধরে
ধীরেনজেঠু বলতেন, "ইচ্ছের বিরুদ্ধে
কিছু করতে যাস না, মনে কষ্ট পাবি।"
তবে, ভালো কিছুর করার মজাই আলাদা
আমাদের পাড়ার রক্তিমদা
খুব ভালো ছবি আঁকতো,
ইচ্ছা করলে হয়তো...
কিন্তু ওই সংসারের টানাপোড়েনে
এখন সাইনবোর্ড আর্টিস্ট।
আর ঝিলিকদি, তুখোর রবীন্দ্রসঙ্গীত গাইতো
পাড়ার সংস্কৃতি অনুষ্ঠানে,
ঝিলিকদি ছাড়া অচল।
শুনেছিলাম,
একবার আকাশবাণীতে ডাকও পেয়েছিল।
আমাদের বীরেনজেঠু, ঝিলিকদির বাবা
জেঠু মারা যাবার পর,
ঐ সংসারে বেড়াজালে
এখন ঝিলিকদি অর্কেস্ট্রা সিঙ্গার।
সমাপ্তিদি, আমার সেজপিসির মেয়ে
কত্থক, ভারতনাট্যম যেন পায়ের ছন্দে ছন্দে
পিসিমা প্যারালাইজড হওয়ার পর,
হেঁসেলেই সমাপ্তিদির জীবন...
এখন মাঝে মাঝেই পাড়ার মোড়ে দেখা হয়
রক্তিমদা, ঝিলিকদি, সমাপ্তিদির সঙ্গে
পিট চাপড়ে বলেন,
"খেলাটা ছাড়িস না'রে অনি,
দেখিস,কোন একদিন হয়তো
তোকেই আমরা টিভির পর্দায় দেখতে পাবো।"
সঙ্গে সঙ্গেই বুকের ছাতি কয়েকগুণ
কিন্তু, পরক্ষণেই যখন বাড়ির চার দেওয়ালে
মন আটকায় -
নিভে যায় প্রদীপের শিখা!