শ্যামল সুন্দর এ গ্ৰাম-বাংলা
হিজলের তলে কাটে শৈশব বেলা।
লাউ -কুমড়ো -পুঁই ওঠে কঞির মাচায়
পুকুরে ঘাই মারে রুই-কাতলা,
খোলা আকাশের নিচে জীবন যে ডাকে।
দোয়েলের শিষে নির্জন দুপুর
আম-জাম-তেতুলের গল্পে মশগুল।
মনে পড়ে?
মনে আছে আজও
হিজলের ফুলে বর-বউ সাজা
ঘর সংসার মাটির হাঁড়ি-কড়াই-খুন্তি- থালাতে।