রেলের গাড়ী
লেখক : দীপান্বিতা হক
পুজোর ছুটি আসবে বলে কতদিনের অপেক্ষা
রেলের গাড়ি চড়ব আমি, ফসকায় না বেমক্কা!
যাবো এবার মামার বাড়ি, মা, বাবা আর সাথে দিদি
খুব ই মজা করব দেদার, পূজোর মাঠে খেলি যদি!
রেলের গাড়ি ঝমর ঝমে যাবো সবাই কৃষ্ণনগর
শিয়ালদা টু কৃষ্ণনগর, খুশীতে হই টগর বগর।
হুইসেল টা মারবে যখন, বাবার হাতটি ধরব চেপে
তারপরেতে ঝমর ঝম, ঝকর ঝক, মেপে মেপে।
বাড়ীগুলো সব পেছনে পালায়, আমরা কেবল সামনে ছুটি
খুব ছুট্টে দৌড়ে পালায় লম্বা লম্বা বিদ্যুৎ খুঁটি।
পাশ দিয়ে সব ট্রেন ছুটে যায়, ধাঁধা লাগে হুস
হঠাৎ দেখি নীচে, রেলের লাইন হারিয়ে গেছে ফুস্।
রেলের গাড়ির ঝালমুড়ি টা খাবো না তাই হয় না কি?
আর রঙীন রঙীন ঝাল মিষ্টি লজেন্স গুলো কেন বাকি?
থামা- চলা, থামা- চলা, রেলের গাড়ির হরেক রূপ
এইভাবে ঠিক পৌঁছে যাব, এটাই আমার মনের সুখ।।