কবিতা
কবিতা একটি বিশেষ সংবাদ
একটি বিশেষ সংবাদ
লেখক : সুখেন্দু ভট্টাচার্য
আজ মুখ লুকানোর দিন
কবিতাকে গান স্যালুট দেওয়ার খবর এসেছে
শরণার্থী কবিরা আশ্রয় নিয়েছে রিফিউজি সেল্টারে
ব্রেকিং নিউজ বলছে ‘ন’কড়া -ছ’কড়া’
কবি মনে লেগেছে দাগ ;ওতো চুনকালি
আজ বড় মন খারাপের দিন …
কালিতে নিব ছুঁলেই
লজ্জাবতীর মতো গুটিয়ে যাচ্ছে
কাঁকুরে খাতায় চিত হয়ে পড়ছে কলম,
ছিঁড়ে যাচ্ছে হাঁটুর নীচ
রস ঝরছে । ও, কী ভীষণ যন্ত্রণা !
লিপিবদ্ধ প্রত্যাশার ভট্ট কবিরা
মুড়ি মুড়কির তফাত খুঁজে চলেছে,
যে কবিরা উনোন বাড়ন্ত রেখে একদিন
চাল এনেছে তো ভুলে গেছে ডাল
কতদিন ব্যাগ ভুলেছে টিফিন
একটা শব্দ সন্ধানে আনমনা সাইকেল
কতবার পড়েছে যাপনের নালায়
কবিত্বের অহেতুক আবর্জনা
লেগেছে সংসারের গায়ে ।
অথচ আজ দেখো
লজ্জায় মুখ লাল হয়ে গেছে ।
এই যে কবির কবিতার খাতা ,
এই যে কলমমনা কবির সাধনা
কবিস্মরণে মাথা নামিয়েই বুঝতে চাইছে
কার সৌন্দর্য বোঝাকে ভরসা করে
বাবুই পাখিরা বাসা বোনে
শব্দের নির্মাণেরা সেলাই ঠোকে !
খুবই বেইজ্জত লাগছে
আসলে পুকুরে বিষ মিশলে
এই হীনজনের সংসার,
সব মাছেদেরই ঢোক গিলতে হয় ।
সত্যি, কবিদের খুব লজ্জা লাগছে ।