জনপ্রিয় গণ-বিজ্ঞানের অ-আ-ক-খ বইটি আলোচনা
লেখক : ডঃ তুষার রায়
অজানাকে জানার আর অচেনাকে চেনার আকাঙ্ক্ষা মানব মনের চিরন্তন বুভুক্ষা। এই বুভুক্ষা বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, মাইথোলজি ইত্যাদি কত কি বিষয়ে হতে পারে। বিজ্ঞানের এই খিদে মানুষের মনে বহু প্রাচীনকাল থেকেই শিশুমনে তৈরি হয়। সম্প্রতি প্রসাদ পাবলিকেশন থেকে প্রাক্তন শিক্ষক ও লেখক ডঃ তুষার রায়ের প্রকাশিত "জনপ্রিয় গণ-বিজ্ঞানের অ-আ-ক-খ" বইটি ছাত্রছাত্রীদের তো বটে এমনকি বড়দেরও মনে বিজ্ঞানের নানান দিক উন্মোচন করবে একথা নির্দ্বিধায় বলা যায়। বিশ্ব-ব্রহ্মাণ্ড, মহাকাশ, সৌরমণ্ডল প্রভৃতি পৃথিবীর জটিল বৈজ্ঞানিক তথ্যসমৃদ্ধ এই বইটি সহজ প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে যাতে সমাজের সকল স্তরের মানুষের সহজ-পাঠ্য ও সহজ-বোধ্য হয়।
পুস্তক : জনপ্রিয় গণ-বিজ্ঞানের অ-আ-ক-খ
লেখক : ডঃ তুষার রায়
প্রকাশক : প্রসাদ পাবলিকেশন